নারী দিবসে ৯৯৯ টাকায় অপরাজিতা প্যাকেজ আনলো প্রিন্ট ভ্যালী
প্রকাশিতঃ 11:28 am | March 08, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
বিশ্ব নারী দিবস দিবস উপলক্ষে ই-কমার্স ও এফকমার্স ব্যবসায়ী নারী উদ্যোক্তাদের জন্য নতুন প্যাকেজ নিয়ে এলো প্রিন্ট ভ্যালী। অপরাজিতা শিরোনামের এই প্যাকেজটিতে মাত্র ৯৯৯ টাকায় এক হাজার ভিজিটিং কার্ড ও ১০ বই ক্যাশ মেমো দিচ্ছে ব্র্যান্ড ডেভেলপমেন্ট ও প্রিন্টিং সংশ্লিষ্ট সেবাদাতা এই প্রতিষ্ঠান।
রোববার(০৭ মার্চ) বিকেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নকে সমর্থন জানিয়ে এবারের নারী দিবসে দেশের সকল নারী উদ্যোক্তাদের ই কমার্সে প্রণোদিত করতেই এই অফারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এই বিষয়ে প্রিন্ট ভ্যালীর প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক এম. রেজাউল করিম (আর.কে. জ্যান) বলেন, এবারের নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে চ্যালেঞ্জ নিতে পছন্দ করা (choose to challenge)। যা ইতোমধ্যেই আমাদের দেশের নারীরা নিয়ে নিয়েছে এবং তার প্রতিফলনও আমাদের সামনেই।
তিনি বলেন, মূলত এবারের নারী দিবসের প্রতিপাদ্যের সাথে মিল রেখেই আমাদের এই বাজেট প্যাকেজটি করা হয়েছে। যেখানে অনলাইনে ব্যবসা করার চ্যালেঞ্জ নিয়ে ইতোমধ্যেই অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। তাদের উদ্যোক্তা জীবনের গতিপথ বা ব্যাবসা সম্প্রসারণ করতেই আমাদের এই উদ্যোগ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই প্যাকেজটি নেওয়ার মাধ্যমে নারী উদ্যোক্তারা নিজেদের ব্যবসাকে আরো গতিশীল করে তুলতে পারবে বলে তিনি মনে করেন।
অপরাজিতা প্যাকেজটিতে ৩০০ জিএসম আর্ট কার্ডে প্রিন্ট ও ম্যাট লেমিনেশন করা রেগুলার সাইজের ১ হাজার বিজনেস কার্ড ও ৮০ জিএসএম অফসেট পেপারে ছাপানো ১ হাজার (১০ বই) ক্যাশ মেমো দেওয়া হবে। হোম ডেলিভারী নিতে হলে ঢাকায় ১০০ টাকা এবং ঢাকার বাইরে ১৫০ টাকা কুরিয়ার চার্জ যোগ করতে হবে। তবে চাইলে প্রিন্ট ভ্যালীর মোহাম্মদপুরের পিকাপ পয়েন্ট থেকেও উদ্যোক্তারা পণ্য গ্রহণ করতে পারবেন।
শুধু মাত্র নারী উদ্যোক্তাদের জন্য প্রযোজ্য এই অফারটি অর্ডার করা যাবে শুধু মাত্র প্রিন্ট ভ্যালীর ফেসবুক পেজ- facebook.com/printvaly এই ঠিকানায়। অফার সম্পর্কে যে কোন তথ্য জানতে হোয়াটস অ্যাপ, ভাইবার, ইমো থেকে জানতে +8801922933019 এই নম্বরে অথবা printvaly@gmail.com এই ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
-বিজ্ঞপ্তি