এশিয়া কাপের ট্রফি উন্মোচন
প্রকাশিতঃ 11:41 am | September 08, 2018
খেলার মাঠে প্রতিবেদক, কালের আলো:
আর কয়েকদিন পরেই পর্দা উঠবে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট আসর এশিয়া কাপের। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ক্যাবিনেট সদস্য ও এমিরেটস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিন এশিয়া কাপের ট্রফি উন্মোচন করেছেন।
এশিয়া কাপের ১৪তম এ আসরে খেলার সুযোগ পাচ্ছে না স্বাগতিকরা। বাছাই পর্বে আরব আমিরাতকে হটিয়ে হংকং মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। বাছাইপর্বের ফাইনালে আমিরাতকে ২ উইকেটে হারিয়ে মূল আসরে খেলার টিকিট পায় তারা।
আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ফাইনালি লড়াই হবে ২৮ সেপ্টেম্বর। শিরোপার লড়াইয়ে লড়বে ৬ দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে সেরা চার দল নিয়ে হবে সুপার ফোর।
কালের আলো/এমএইচএ