করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১২ প্রস্তাব

প্রকাশিতঃ 6:25 pm | March 16, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশে হঠাৎ করেই করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ হাসপাতালগুলোতে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে৷ এমতাবস্থায় নতুন করে স্বাস্থ্যবিধি রক্ষায় নজর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার(১৬ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মিনি কনফারেন্স রুমে এক সভায় কোভিড-১৯ প্রতিরোধে তুলে ধরা হয়েছে ১২ প্রস্তাব।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সভায় সভাপতিত্ব করেন।

সভায় যেসব প্রস্তাব গৃহীত হয়-

১. সম্ভব হলে কমপ্লিট লক ডাউনে যেতে হবে যদি সম্ভব না হয় তাহলে ইকোনমিক ব্যালেন্স রেখে যেকোন জনসমাগম বন্ধ করতে হবে বা সীমিত করতে হবে।

২. কাচা বাজার, পাবলিক ট্রান্সপোর্ট, শপিং মল, মসজিদ, রাজনৈতিক সমাগম, ভোট অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পবিত্র রমজান মাসের ইফতার পার্টি ইত্যাদি সংকুচিত বা সীমিত করতে হবে।

৩. শিক্ষা প্রতিষ্ঠান সমূহ যেগুলো বন্ধ আছে তা বন্ধ রাখা এবং অন্যান্য কার্ষক্রম সীমিত রাখা।

৪. যেকোন পাবলিক পরীক্ষা (বিসিএস, এস এস সি, এইচ এস সি, মাদ্রাসা-দাখিল সহ অন্যান্য) বন্ধ
রাখা।

৫. যারা কোভিড পজেটিভ তাদের আইসোলেশন জোরদার করা।

৬. যারা কন্ট্রাক্টে আসবেন তাদের কঠোর কোয়ারেন্টাইনে রাখা।

৭. বিদেশি/প্রাবাসী যারা আসবেন তাদের ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইনে রাখা এবং এ ব্যাপারে বাংলাদেশ আর্মি বা অন্য বাহিনীর সহায়তা নেওয়া।

৮. আগামী ঈদের ছুটি কমিয়ে দেয়া।

৯. স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আইন প্রয়োগে জোর দেওয়া।

১০. পোর্ট অব এন্ট্রিতে জনবল বাড়ানো, মনিটরিং জোরদার করা।

১১. মিটিং ভার্চুয়ালি করা।

১২. পর্যটন জায়গায় চলাচল সীমিত করা।

কালের আলো/ডিএসবি/এমএইচএ