জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই
প্রকাশিতঃ 10:13 am | March 22, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই। অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সোমবার(২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে মৃত্যু হয় তাঁর (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি তপন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তপন জানান, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েছিলেন আতিকউল্লাহ খান মাসুদ। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আজ সোমবার ভোরে মৃত্যু হয় তাঁর।
কালের আলো/বিএস/এমএইচএ