দৈনিক জনকণ্ঠের সম্পাদকের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
প্রকাশিতঃ 3:26 pm | March 22, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
সোমবার(২২ ,মার্চ) মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, আজ ভোরে তিনি বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন।
কালের আলো/ডিএসকে/এমএম