পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডা. আলভির শপথ

প্রকাশিতঃ 7:24 pm | September 09, 2018

কালের আলো ডেস্ক:
পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ড. আরিফ আলভি। তিনি পাকিস্তানের ইতিহাসে ১৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

রবিবার(৮ সেপ্টেম্বর) দেশটির প্রধান বিচারপতি মিয়াম সাকিব নিসার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিকে তাকে শপথ পড়ান।

ড. আরিফ আলভি দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একজন সিনিয়র নেতা। তিনি গত জুলাইয়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পাকিস্তান জামায়াতের ইসলামী দিয়ে রাজনীতিতে আসা এ প্রবীণ চিকিৎসক তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন।

১৯৭৩ সালের সংবাদি অনুযায়ী তিনি জাতীয় সংসদ সদস্যদের ভোটে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

ড. আরিফের শপথের সময় সুশীল সমাজের প্রতিনিধি, সামরিক কর্মকর্তাবৃন্দ, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, সুপ্রিমকোর্টের বিচারপতিবৃন্দ ও কূটনীতিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএইচ