গাজীপুর জেলা ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশ
প্রকাশিতঃ 9:54 pm | March 28, 2021

কালের আলো সংবাদদাতাঃ
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ।
গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা সুলতান মোঃ সিরাজুল ইসলাম বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন।
রোববার (২৮ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সুলতান সিরাজ বলেন তাজউদ্দীন আহমেদ, শহীদ ময়েজউদ্দিন আহমেদের স্মৃতিবিজড়িত গাজীপুরে স্বাধীনতা বিরোধীদের একচুলও ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে সদাজাগ্রত রয়েছে গাজীপুর জেলা ছাত্রলীগ।
বিক্ষোভ কর্মসূচীতে গাজীপুর জেলা ছাত্রলীগ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

কালের আলো/এমএইচ/এসআর