ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় তদন্ত করবে বিশেষজ্ঞ টিমঃ ডিআইজি
প্রকাশিতঃ 4:16 pm | March 29, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নেতাকর্মী ও মাদরাসা ছাত্রদের চালানো তাণ্ডবের ঘটনাগুলোতে করা প্রতিটি মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।
শুক্র, শনি ও রবিবার (২৮ মার্চ)-তিনদিন ধরে চালানো এ তাণ্ডবে আগুনে পুড়িয়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান সোমবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় পরিদর্শন করার সময় তিনি এ কথা জানান।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখানে ২০টিরও স্পটে হামলা হয়েছে। সবগুলো ঘটনাতেই মামলা করা হচ্ছে। সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম ডাকা হয়েছে। তারা প্রতিটি ঘটনাস্থল ঘুরে আলামত সংগ্রহ করবে। প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে
গত ২৮ মার্চের প্রশাসনের নিরব ভূমিকার বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় পুলিশ নীরব ছিল না, সাধ্যমতো পুলিশ চেষ্টা করেছে। যতটুকু পেরেছে পুলিশ করেছে। বাইরে থেকে অতিরিক্ত পুলিশ এনে সাপোর্ট দেওয়া হয়েছে।এ সময় ডিআইজির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে পুলিশের কোনও দায়িত্বশীল সূত্র এ বিষয়ে কথা বলতে চায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, গত ২৬ মার্চ বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে হামলা ভাঙচুর, রেলস্টেশন, পুলিশ সুপারের কার্যালয়, জেলা সিভিল সার্জন অফিস ও মৎস্য ভবনে হামলা ভাঙচুরের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অজ্ঞাত ছয় হাজার জনকে আসামি করে পুলিশ বাদী ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তিনটি মামলা রুজু করা হয়। এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়। তবে রবিবারের তাণ্ডবের ঘটনায় এখনও মামলা হয়নি।
ঘটনার প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, দিনব্যাপী পুরো ব্রাহ্মণবাড়িয়া শহরে ধ্বংসযজ্ঞ চালানো হয়। আওয়ামী লীগের অফিস বেছে বেছে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এ সময় রাষ্ট্র-প্রশাসন সবকিছুই ছিল নির্বিকার। তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নিন্দা জানানোর ভাষা নেই।
কালের আলো/এমএইচ/এসএম