বিএসএমএমইউর নতুন ভিসি অধ্যাপক শারফুদ্দিন আহমেদ
প্রকাশিতঃ 8:47 pm | March 29, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাবেক মহাসচিব, বিএসএমএমইউর সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) এবং বর্তমানে কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে নিয়োগ করেছেন।
সোমবার (২৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১২ ধারা অনুসারে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো। ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে তিন বছর।
সোমবার(২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলে অনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডা. রফিকুল আলমের কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব পেয়ে অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ বলেন, এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে এখানে কাজ করছি। মেডিক্যাল শিক্ষাকে সর্বোচ্চ শিখরে নেওয়ার চেষ্টার পাশাপাশি স্বাস্থ্যখাতের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের বাইরে যাতে রোগী না যায় এবং এখানকার ছাত্ররা যেন সর্বোচ্চ শিক্ষা পায় এ ব্যাপারে ভূমিকা নেবো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
কালের আলো/ডিএসবি/এমএম