মামুনুল হক ইস্যুতে ছাতক থানায় হেফাজতের হামলা, ৫ পুলিশ আহত

প্রকাশিতঃ 10:54 am | April 04, 2021

কালের আলো সংবাদদাতাঃ

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সমর্থনে সুনামগঞ্জের ছাতকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাতক থানার ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং হামলাকারী সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ

আহতরা হলেন পুলিশ সদস্য রাকিব, সাইফুল, দিলশাদ, সুবল ও রবিউল।

শনিবার (০৩ এপ্রিল) রাতে এ হামলার ঘটনা ঘটেছে।

ছাতক থানা সূত্র জানায়, শনিবার রাতে হেফাজতের কর্মী-সমর্থকরা মামুনুল হকের সমর্থনে বাসস্টেশন রোড এলাকায় মিছিল বের করে। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় শহরে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। পরে তারা ছাতক থানায় ইট-পাথর ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, মিছিলাকারীরা পুলিশের ৫ সদস্যের ওপর হামলা করে। তারা মিছিল শেষে সুরমা নদীর পাড় হয়ে যাওয়ার সময় থানা ভবনে ইট নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। তারা থানা ভবনের সেবা চত্বরের গোলঘর ভেঙে ফেলে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। ছাতক শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত জরুরি বিভাগের চিকিৎসক বলেন, এ ঘটনায় পুলিশের ৫ জন সদস্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে পুলিশ সদস্য রাকিব গুরুতর আহত হয়েছেন।

কালের আলো/বিএএ/এমএম