নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণ: নিহত ৩৫
প্রকাশিতঃ 11:34 am | September 11, 2018
কালের আলো ডেস্ক
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাসারাওয়া রাজ্যে সোমবার একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণের পর এতে আগুন ধরে যায়। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং আরো শতাধিক লোকজন আহত হয়েছেন। স্থানীয় জরুরি সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।
নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এসইএমএ)’র কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী আবুজার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে সংযোগকারী লাফিয়া-মাকুরদি সড়কের একটি পেট্রল পাম্পে এ দুর্ঘটনাটি ঘটে। ট্যাঙ্কারটি থেকে গ্যাস সরানোর সময় সেটি বিস্ফোরিত হয়।
গত জুনে দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসে আরেকটি পেট্রল ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছিল। এ সময় আগুনে ভস্মিভূত হয়েছিল কমপক্ষে ৫৩টি গাড়ি।