অবসান হল ভিসা জটিলতার, দুবাই যাচ্ছেন তামিম
প্রকাশিতঃ 1:49 am | September 12, 2018
খেলা প্রতিবেদক, কালের আলো:
অবশেষে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। দুই দিন অপেক্ষার পর মঙ্গলবার সন্ধ্যায় ভিসা পাওয়ায় দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এশিয়া কাপে অংশ নিতে ঢাকা ছেড়ে যাবেন তামিম। বিসিবি সুত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে এশিয়া কাপে অংশ নিতে রবিবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভিসা জটিলতায় সেই সময় দলের সঙ্গে যেতে পারেননি টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং পেসার রুবেল হোসেন।
এরপর গত সোমবার দুজনেরই ভিসা হাতে পাওয়ার কথা থাকলেও ভিসা পান শুধু রুবেল হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হন বলে জানা গেছে। একই দিন অর্থাৎ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিসা পান তামিমও। ভিসা পাওয়ায় কাল বিলম্ব না করে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিতে মঙ্গলবার দিবাগত রাতেই উড়াল দিচ্ছেন তিনি।
কালের আলো/ওএইচ