বইমেলার পর্দা নামছে আজ, নেই কোন আনুষ্ঠানিকতা

প্রকাশিতঃ 2:55 pm | April 12, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের দুদিন আগে আজ সোমবার (১২ এপ্রিল) শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। করোনা পরিস্থিতির মধ্যে গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া বই মেলার পর্দা নামছে ২৬ দিনেই।

এর আগে পহেলা বৈশাখ অর্থাৎ (১৪ এপ্রিল) পর্যন্ত মেলা পরিচালনার সিদ্ধান্ত থাকলেও তা দুইদিন কমিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিবছর আনুষ্ঠানিকভাবে বইমেলার সমাপ্তি ঘোষণা করা হলেও এবার তেমন কিছু থাকছে না বলে জানিয়েছে বাংলা একাডেমি। শেষদিনে বইমেলা দুপুর ১২টায় খুলবে এবং বিকেল ৫টায় বন্ধ হয়ে যাবে।

বুধবার (১৪ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন শুরু হওয়ার দুই দিন আগে বই মেলা বন্ধের সিদ্ধান্ত নেয় সংস্কৃতি মন্ত্রণালয়। সে হিসেবে আজ বিকেলে পসরা গুটিয়ে নিতে হচ্ছে প্রকাশকদের।

আগামীকাল (১৩ এপ্রিল) প্রকাশকরা তাদের বই স্থানান্তর ও স্টল অপসারণ করে নিতে পারবেন বলে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হওয়ায় তা পুরনো নিয়মে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছিল। করোনাভাইরাস প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা আসায় মেলা চলার সময়সীমা বিকেল ৩ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা করা হয়।

সবশেষ মেলার চলার সময়সীমা দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলার সময় নির্ধারণ করে সংস্কৃতি মন্ত্রণালয়।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ প্রতিরোধে গত ১ এপ্রিল চলমান বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদনকেন্দ্র ও অন্যান্য মেলা অবিলম্বে বন্ধের সুপারিশ করেছিল জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

কালের আলো/টিআরকে/এসআইএল