নারায়ণগঞ্জে বহুতল ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২

প্রকাশিতঃ 7:23 pm | April 12, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় প্রেসিডেন্ট রোড এলাকায় জিএম গার্ডেন নামে একটি বাড়ির ৮ তলার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের আগুনে উজ্জল ও মানিক নামে দুই নিরাপত্তারক্ষী দগ্ধ হয়েছেন।

রোববার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুই নৈশপ্রহরীকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বাড়ির বাসিন্দারা জানান, ছাদের একটি কক্ষে গ্যাসের একটি সংযোগ ছিল, যেটি বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন হলে সেখানে রান্নার কাজে ব্যবহার করা হতো। সেই গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে।

এ ব্যাপারে নৈশপ্রহরী মোহাম্মদ আলী জানান, ৮তলায় গ্যাসের লাইনে সমস্যা ছিল। এজন্য একট মিস্ত্রি এসে সেটা মেরামত করেন। এক পর্যায়ে দুইজন নিচে নেমে যান। তখন রান্না ঘরের দরজা জানালা বন্ধ ছিল। পরে আবার দুইজন সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মূলত বাড়ির ছাদের একটি কক্ষে গ্যাসের একটি সংযোগ ছিল, যেটি ওই ভবনটির বাসিন্দাদের কোনো অনুষ্ঠান থাকলে সেখানে রান্নার কাজে ব্যবহার করা হতো। সেখানে কোনো কারণে গ্যাসের লাইনটি চালু থাকায় গ্যাস নির্গত হয়ে জমে গিয়েছিল। সেখানে সিগারেটের অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কোনো দাহ্য কিছু জ্বালানোর কারণেই এই বিস্ফোরণ হয়েছে। এতে দুজন দগ্ধ হয়েছেন।

কালের আলো/আরএস/এমএইচএস