ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সভাপতি আফজাল, সা: সম্পাদক মাসুদ

প্রকাশিতঃ 11:26 am | January 13, 2018

উবায়দুল হক | স্টাফ রিপোর্টার:

ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’র ২০১৮ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আনন্দ মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে উক্ত কলেজের গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আল মাকসুদুল হাসানকে (মাসুদ) নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও কমিটিতে সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ তরিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও রুমডো ইনস্টিটিউটর শিক্ষার্থী সৈয়দ মোশারফ আবিরকে ব্লাড ডোনেশন সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার রাতে ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউট হলরুমে ‘ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’র এক বর্ধিত সভায় সংগঠনটির প্রধান উপদেষ্টা আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসান নতুন এ কমিটি ঘোষনা করেন।

এসময় সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান মিজান, আশিকুর রহমান আশিক, ফারুক আহমেদসহ সদসরা উপস্থিত ছিলেন।