সরকারি হলো আরও ৪৪টি বিদ্যালয়
প্রকাশিতঃ 8:19 pm | September 13, 2018
কালের আলো ডেস্ক:
দেশের আরও ৪৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলো প্রায় সাড়ে ৫০০।
বৃহস্পতিবার(১৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও একটি করে কলেজকে সরকারি করার সিদ্ধান্তের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান সরকারি হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৪৪টি বিদ্যালয় সরকারি হলো। সরকারের সিদ্ধান্তে মোট ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হবে।
কালের আলো/এমএইচ