আইফোনের সঙ্গে চার্জার না দেওয়ার কারণ জানাল অ্যাপল

প্রকাশিতঃ 11:18 pm | April 19, 2021

টেক ডেস্ক,কালের আলোঃ

বর্তমানে আইফোনের সঙ্গে চার্জার সরবরাহ করছে না অ্যাপল। গত বছর প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, আইফোনের সঙ্গে আর চার্জিং অ্যাডাপ্টার সরবরাহ করবে না। এরপরই গ্রাহকরা এটি নিয়ে শোরগোল শুরু করে। তারপরও অ্যাপল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

অ্যাপলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে বলেছে, পাওয়ার অ্যাডাপ্টারে প্লাস্টিক, কপার, টিন ও জিংক এর মতো উপকরণ ব্যবহার করতে হয়। এসব উপকরণ পরিবেশদূষণের জন্য দায়ী। এ কারণে চার্জার সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। এতে পরিবেশ বিপর্যয়ের মাত্রা কিছুটা হলেও কমেছে।

অ্যাপল বলছে, আইফোন বক্সে চার্জিং অ্যাডাপ্টর না দেওয়ার মাধ্যমে ৮ দশমিক ৬১ লাখ টন কপার, জিংক ও ধাতু সাশ্রয় হয়। এ ছাড়া চার্জার ছাড়া আইফোনের বাক্সটির আকারও ছোট হয়ে যায়। ফলে সম্পূর্ণ প্যাকিং প্রক্রিয়াও অনেক সহজসাধ্য এবং দ্রুত হয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমেরিকার কুপার্টিনো শহরে অ্যাপলের অফিস। সেই শহরে ২০১৯ সালে কার্বন ডাই–অক্সাইড নির্গমনকে ২৫ দশমিক ১ মিলিয়ন টন থেকে ২২ দশমিক ৬ মিলিয়ন টনে নামিয়ে এনেছিল।

এ বিষয়ে অ্যাপলের এক মুখপাত্র বলেন, চার্জার না দেওয়ার বিষয়টি ছিল অ্যাপলের সাহসী এক সিদ্ধান্ত এবং আমাদের গ্রহের জন্য খুবই প্রয়োজনীয়।

কালের আলো/আরএস/এমএইচএস