কী ‘বার্তা’ দিলো ডাক্তার, ম্যাজিস্ট্রেট আর পুলিশের ঘটনা?
প্রকাশিতঃ 5:58 pm | April 20, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পুলিশ ও একজন চিকিৎসকের বাকবিতন্ডার ভিডিও। যেখানে বাকযুদ্ধে জড়িয়েছেন ডাক্তার, ম্যাজিস্ট্রেট আর পুলিশ।
করোনাকালীন এই সময়ে মানুষের সেবায় জীবনবাজি রেখে চলেছেন ডাক্তাররা। সামনে থেকে মানুষকে সচেতন করতে কম নয় পুলিশের ভূমিকাও।
করোনায় আরও একবার যখন সংকটে মানুষের জীবন তখন দুই পেশার মাঝে এমন দন্ড কি বার্তা দিল সাধারণ মানুষকে? আর এর পিছনে দায়ী বা কারা?
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক ড. মাহবুবা নাসরীন বলেন, সবার মধ্যেই আসলে সহনশীলতা ও ধৈর্য বাড়ানো উচিৎ। এ কারণে যে, এখন কারো সময় ভাল যাচ্ছে না এবং মানুষের ব্যস্ততা সবার এক রকম নয়। তবে আমরা যদি কারও কোন পেশাকে সম্মান করতে না পারি। সব পেশারই আসলে সম্মান আছে। সব পেশাজীবীর মানুষই বাইরে যাবে।
তিনি বলেন, যারা আসলে ফন্টলাইনার মানে যারা সামনের সারিতে সেবা দিচ্ছেন। বিশেষ করে সাংবাদিক, চিকিৎসকরা আরও পাশাপাশি যারা আছেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এখন সবার পেশার প্রতি সবার সম্মান থাকবে। সবারই আবার ধৈর্য ধারণ করতে হবে।
ড. মাহবুবা নাসরীন বলেন, যারা আসলে সব কিছুকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা বিষয় বানিয়ে নিচ্ছেন তাদের কাছেও একটা অনুরোধ থাকবে যে, আমাদের চিন্তা করার অনেক বিষয় রয়েছে। আমাদের সামনে, শুধু আমাদের নয় সারা পৃথিবী যে দুর্দিনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই সময় আমরা কিভাবে মানুষের পাশে থাকতে পারি। মানুষের সেবায় নিয়োজিত হতে পারি সেই বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি। তাহলে আমাদের অপ্রীতিকর বিষয়গুলো গণমাধ্যমে বা প্রচার মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে আসবে না।
তিনি আরও বলেন, এখন যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে। সেটা নিয়েই যে আবার বিভিন্ন সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা স্বাভাবিক লক্ষণ নয়। এটা কোন সুস্থতারও পরিচয় দেয় না। সে জন্যই বলি আমরা একটা কথা বলি, অর্থাৎ নিজেকেই সব চাইতে বড় হিসাবে দেখা। সে বিষয়টাও সামনে নিয়ে আসা উচিৎ নয়।
বিভাজন নয় করোনার এই সময়ে প্রয়োজন এক থাকা। সম্মুখসারির এই যোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই পারে এই মহাসংকট পারি দিতে। এমনটাই বিশ্বাস সাধারণ মানুষের।
কালের আলো/এসবি/এসআইএল