‘খালি বাসায় সৎবাবার কাছে নিরাপদ ছিল না শিশুটি’
প্রকাশিতঃ 3:54 pm | September 14, 2018
কালের আলো প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় খালি বাসায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির মায়ের দ্বিতীয় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ধর্ষণের শিকার’ শিশুটিকে আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এর আগে গতকাল রাতেই ফারুক আহমেদ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁর বর্তমান স্বামীর বিরুদ্ধে এই মামলা করেন।
জানা যায়, শিশুটির মায়ের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। কয়েক বছর আগে প্রথম স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। পরে তিনি শিশুটিকে নিয়ে ঢাকার কামরাঙ্গীরচরে চলে আসেন। সেখানে ঝাউলাহাটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।
কালের আলো/এমএইচ