প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় যুবক আটক
প্রকাশিতঃ 4:51 pm | April 24, 2021

কালের আলো সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যঙ্গ ও কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মাহাবুব হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ ওই যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। আটক মাহাবুব চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি করে আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়। যা মুহূর্তেই ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
সেই ঘটনায় গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, মেম্বর মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাহাবুবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মো. আসাদ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করায় এলাকাবাসী মাহাবুবকে আটক করে থানায় খবর দিলে তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের হয়েছে। মাহাবুবকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কালের আলো/টিআরকে/এসআইএল