রাবিতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল উদ্ধার
প্রকাশিতঃ 10:19 pm | April 28, 2021

কালের আলো সংবাদদাতাঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমি এলাকার পুকুর থেকে উদ্ধার হওয়া অবিস্ফোরিত মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।
বুধবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি সংলগ্ন ফাঁকা জায়গায় মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান।
রাবির শহীদ শামসুজ্জোহা হলের পাশে খননকৃত পুকুর থেকে মাটি তুলতে গিয়ে পাওয়া মর্টার শেলটি পায় এক শ্রমিক। পরে র্যাবের সদস্যরা পরীক্ষার পর সেটিকে ঘিরে রাখে। দুপুরে বগুড়া সেনানিবাস থেকে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে এসে নিরাপদ দূরত্বে নিয়ে শেলটি বিষ্ফোরণ ঘটায়। এসময় প্রচন্ড শব্দে চারপাশ কম্পিত হয়ে ওঠে।
সিদ্দিকুর রহমান বলেন, মর্টার শেল সামরিক অস্ত্র হওয়ায় সেনাবাহিনীকে খবর দিয়েছিলাম। আজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে বগুড়া সেনানিবাস থেকে আসা একটি দল মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায়।
মঙ্গলবার (২৭ এপ্রিল) শেল উদ্ধার শেষে র্যাব-৫ জানিয়েছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিল। মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়ের। শেলটি ফায়ার করা হয়েছিল, তবে তখন তা বিস্ফোরিত হয়নি।
কালের আলো/আরএস/এমএইচএস