এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই: তামিম-মুশফিকময় ফেসবুক

প্রকাশিতঃ 10:34 pm | September 15, 2018

খেলা প্রতিবেদক, কালের আলো:

ম্যাচের শুরুতেই কব্জিতে আঘাত। বাঁ হাতের কবজিতে চোটের কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ড্রেসিং রুমে যেতে হয়েছিল তাকে। পরে হাসপাতালে করা স্ক্যানে দেখা গেলো হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। জানা গেছে এশিয়া কাপেই আর খেলতে পারবেন না তিনি। পরে টিভিতেও দেখা গেলো হাতে ব্যান্ডেজ এবং গলায় সেই হাত ঝুলিয়ে রেখেছেন তিনি।

অপরদিকে একে একে যখন একপাশে উইকেটের পর উইকেট পড়ছে, তখন অন্য পাশে অপরাজিত থেকে যান চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি করা মুশফিকুর রহীম। কিন্তু ম্যাচের শেষের দিকে দলের প্রয়োজনে মাঠে নামার স্বিদ্ধান্ত নিলেন তামিম ইকবাল। ডান হাতকে শক্তি বানিয়েই নেমে পড়লেন বাংলাদেশ দলের এ ড্যাশিং ওপেনার। দেশপ্রেম কাকে বলে, তার চরম পরাকাষ্ট্রা প্রদর্শণ করলেন তামিম।

ঘটনাটির পর থেকেই তামিম-মুশফিময় হয়ে গেছে বাংলাদেশের ফেসবুক। এ যেনো শুধু দুই যোদ্ধার বন্দনা। স্ট্যাটাস বন্যায় ভাসতে থাকেন মুশফিক-তামিম।

কালের আলো/ওএইচ