আইফোনে নতুন আপডেট, বন্ধ হবে ট্র্যাকিং
প্রকাশিতঃ 6:55 pm | April 30, 2021
টেক ডেস্ক,কালের আলোঃ
অ্যাপলের আইফোন অপারেটিং সিস্টেমে নতুন আপডেট (আইওএস ১৪.৫) এসেছে। এই আপডেটের ফলে ব্যবহারকারীরা চাইলে অ্যাপগুলোর ট্র্যাকিং অপশন বন্ধ করতে পারবে।
বর্তমানে কানাডার আইফোন ব্যবহারকারীরা আপডেট করে “অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি” নামে নতুন সুবিধাটি পাচ্ছেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশের ব্যবহারকারীরাও এই সুবিধা পাবেন। এছাড়া সর্বশেষ আপডেটে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে।
গত জানুয়ারিতে ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছিলেন, অ্যাপল মানুষের সামনে ভালো সাজে কিন্তু তারা যে লোকজনের তথ্য ট্র্যাকের ব্যাপারে কৌতুহলী, এটা স্পষ্ট হয়ে গেছে।
এই বক্তব্যের চার মাস না যেতেই অ্যাপল নিজেদের অবস্থানের ব্যাপারটি স্পষ্ট করেছে।
সাধারণত অ্যাপগুলো ব্যবহারকারীর অবস্থান ও পরিচিতিমূলক বিভিন্ন তথ্য ট্র্যাক করা হয়। সেবার মানোন্নয়নের কথা উল্লেখ করে স্বয়ংক্রিয়ভাবে এসব তথ্য তৃতীয় পক্ষের (অ্যাপ নির্মাতা) কাছে চলে যায়। অনেক ব্যবহারকারী ব্যাপারটি নিয়ে অস্বস্তিতে থাকেন। নতুন আপডেটে এসব ট্র্যাকিং বন্ধ করার অপশন যুক্ত করে ব্যবহারকারীদের নিরাপত্তা আরো সুদৃঢ় করলো অ্যাপল।
কালের আলো/আরএস/এমএইচএস