পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিতঃ 3:36 pm | May 03, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে বলে জানিযেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ থাকবে।

সোমবার(০৩ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আগামী ঈদুল ফিতর পর্যন্ত লকডাউন রাখার বিষয়ে তার মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই সময়ের মধ্যে কোনো আন্তঃজেলা গণপরিবহন চলবে না বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও, যেসব দোকানদার ও ক্রেতা স্বাস্থ্যবিধি মেনে চলবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

কালের আলো/এসজে/এমএম