১২ মে’র আগেই আসবে চীনের টিকা : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিতঃ 3:15 pm | May 05, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
চীনের তৈরি করোনাভাইরাসের টিকা ১২ মে’র আগেই দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বুধবার (৫ মে) পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সাথে আলাপকালে এ তথ্য জানান।
ড. এ কে আবদুল মোমেন বলেন, ঈদুল ফিতরের আগেই টিকা ডেলিভারি দিতে চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন টিকা ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে।
তিনি বলেন, চীনে মে দিবসের পাঁচদিনব্যাপী ছুটি চলছে। এই ছুটি ৫ মে শেষ হবে। ছুটির কারণে সেখানে সব কিছু বন্ধ রয়েছে। তিনি জানান, টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা চলছে।
মন্ত্রী বলেন, ঈদের আগে টিকা দেয়ার জন্য চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকার চীনা রাষ্ট্রদূতও এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা এ বিষয়ে আশাবাদী।
কালের আলো/আরএস/এমএইচএস