প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানসিটি

প্রকাশিতঃ 4:18 pm | May 05, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-কে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল ম্যানচেস্টার সিটি। এ জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার টিকিট কাটলো ম্যানচেস্টার। ৫১ বছর পর কোনও ইউরোপিয়ান ফাইনালে তারা।

মঙ্গলবার (৪ মে) রাতে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে দুটো গোলই করেন দলীয় তারকা ফুটবলার রিয়াদ মাহারেজ।

ম্যাচে সিটির গোলপোস্ট বরাবর ১২টি শট নিয়েছে পিএসজি। একটিও ছিল না লক্ষ্যে। দলের সেরা খেলোয়াড় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার বেশ কয়েকবার সিটির রক্ষণভাগে ভীতি ছড়ালেও গোল দিতে পারেননি একবারও।

অন্যদিকে সমান ১২টি শট মেরেছে ম্যানসিটিও। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। যা দুটি পিএসজির জাল কাঁপিয়েছে।

এরপর আরও একটি দারুণ আক্রমণ ছিল স্বাগতিকদের। কিন্তু রক্ষণের দৃঢ়তায় রক্ষা পায় সফরকারীর। ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা ছিল পিএসজির। কিন্তু স্প্যানিশ গুরুর পরিকল্পনার কাছে যেন ব্যর্থ হয়েছে সব। নেইমারের চেষ্টাগুলো যেন থমকে গেছে ডি-বক্সের বাইরেই।

দ্বিতীয়ার্ধে ম্যাচে বাড়ে উত্তেজনা। সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে পচেত্তিনো শিষ্যরা। দলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে থাকতে হয়েছে গ্যালারিতে বসে। গুরুর সব টোটকাই ব্যর্থ হয়েছে।।

উল্টো ৬৩ মিনিটে উৎসবের নগরী ম্যানচেস্টার। প্রথমে কেভিন ডি ব্রুইনার শট ফিরে গেলেও শেষ রক্ষা হয়নি। আরো একবার সব আলো কেড়ে নেন রিয়াদ মাহরেজ। নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান করেন ২-০। ততক্ষণে পিএসজির ফাইনাল খেলার স্বপ্ন অনেকটাই ধুলিশ্বাত।

৬৯ মিনিটে মেজাজ হারান ফরাসিদের আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রতিপক্ষ ফুটবলারকে আঘাত করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হয় পিএসজি।

অবশ্য এই সুযোগটা আর কাজে লাগাতে পারেনি। ব্যবধানটা বাড়ানো হয়নি গার্দিওলা শিষ্যদের। শেষ পর্যন্ত ব্যবধানটা থাকে ২-০, যা অ্যাগ্রিগেশনে ৪-১।

সেই সঙ্গে প্রথমবারের মতো ফাইনালে পা রাখল ম্যানচেস্টার সিটি। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদ কিংবা চেলসি। তবে চেলসি যদি ফাইনালে উঠতে পারে সেক্ষেত্রে ২০১৯ সালের পর আবারো অল ইংলিশ ফাইনাল দেখবে ফুটবল ভক্তরা।

কালের আলো/টিআরকে/এসআইএল