শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি ইউপিডিএফ সদস্য মিন্টু গ্রেফতার

প্রকাশিতঃ 10:25 am | May 08, 2021

কালের আলো সংবাদদাতা:

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি মিন্টু চাকমা (৩৯) নামের একজন ইউপিডিএফ (প্রসীত) দলের সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার(০৭ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি সেনা রিজিয়নের আওতাধীন নানিয়ারচর সেনা জোনের একটি টহল দল সোনারাম কারবারিপাড়া এলাকা হতে মিন্টু চাকমাকে গ্রেফতার করে।

এ সময় উক্ত তার কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, দেশীয় বেশ কয়েকটি মোবাইল কোম্পানির সিমকার্ড ও ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, জিজ্ঞাসাবাদ শেষে তাকে নানিয়াচর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে রাঙ্গামাটি জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা গেছে, মিন্টু চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি এবং আদালতের জামিনে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। সম্প্রতি তিনি পরিবারের সঙ্গে সাক্ষাত করার জন্য নিজ বাড়ি সোনারাম কারবারি পাড়ায় যান। খবর পেয়ে সেনাবাহিনী তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে মিন্টু চাকমা জানান, নানিয়ারচর এলাকায় ইউপিডিএফ (প্রসীত) দলের সদস্যরা নানান সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সেনা সূত্রে জানা গেছে

কালের আলো/এসকে/এমআরবি