মাগো, আজ বিশ্ব মা দিবস
প্রকাশিতঃ 4:14 pm | May 09, 2021
লায়ন এম.কে বাশারঃ
তোমাকেসহ বিশ্বের সকল মাকে আজ বিনম্র শ্রদ্ধা
আর ভালবাসা জানানোর দিন কিন্তু
কিন্তু জানো আমার কাছে প্রতিটি দিনই মা দিবস
কারণ আমি প্রতিদিন প্রতিক্ষণে মা তোমাকে ভালোবাসি।
কেননা আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা
আমার মা-ই আমার প্রথম শিক্ষক
আমার দেহ মন আর জীবন সবই আমার মায়ের দান
মাতৃত্বের স্বীকৃতি আমি তোমার নাড়িছেড়া গর্বের ধন।
তোমার গর্ভে আমায় ধারন করেছ,
মাগো তুমিই আমার গর্ভধারিণী।
তোমার কোলে লালিত হয়ে আমি বিশ্ব দেখেছি,
তাইতো বলি, হে মা তোমিই আমার বিশ্ব জননী
তোমার দেহ মন আত্নার বিন্দু বিন্দু
হাড় মজ্জা মাংস কণা দিয়ে
যখন গড়তে ছিলে জরায়ুর ভিতরে
কত না যন্ত্রণা সয়েছিলে তখন
অবুঝ বলে না বুঝে বুঝে কত দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছিলাম
তোমায় তখন আমার অস্তিত্ব যখন তোমার ভিতর
স্নেহময়ী মা তুমি কত দয়াবান
জন্ম দিয়েই কোলে তুলে বুকে টেনে নিলে
আমায় তুমি প্রথম দেখে সব কষ্ট গিয়েছিলে ভুলে
আমি সেদিন কেঁদেছিলাম সবচেয়ে অসহায় বলে
হেসেছিল বাপ-চাচা,দাদা-দাদি, নানা-নানী সবে
তোমার আদর স্নেহ, ভালোবাসা আর সুশিক্ষা দিয়ে
যেমন করে গড়েছ আমায় মাগো আশীর্বাদ কর
মরণের আগে এমন কিছু যেন যেতে পারি করে
মরণের পরে হাসিব আমি কাঁদিবে ত্রিভুবনে সবে
পৃথিবীতে এসে মাগো আমি তোমায় প্রথম দেখেছি
তোমার বুকের দুগ্ধ প্রথম আমি পান করেছি
তোমার জাদুসোনা মানিক রতন ডাক আমি শুনেছি
তাইতো তোমায় প্রথম আমি মা বলে ডেকেছি।
তোমার জন্যই আজ আমি মাগো এত বড় হয়েছি
শ্রদ্ধার সাথে তোমায় আনুগত্য জানাই, সম্মান করি
এ দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি তোমায় আমি
আমার এতটুকু সাফল্যে তুমি অনেক আনন্দিত হও
আমার সামান্য দুঃখে তুমি অনেক বেশি ব্যথিত হও
তোমার মত দরদী মাগো ভবে আর কেহ নাই।
আমার সকল অপরাধ মাগো তুমি মার্জনা কর
তোমার পায়ের নিচে আমার জান্নাত তুমি রাখ
রোজ হাশরে শেষ বিচারের দিনে
আমায় ডাকবে যখন তোমার নামটি ধরে
দুঃখিনী মা আমায় তুমি রেখো তোমার পাশে
আমি ধন্য মাগো তোমার ছেলে হয়ে
পরকালেও ধন্য হবো মাগো
তোমার সাথে আমায় জান্নাতে নিয়ে গেলে।
মাগো আমি যদি তোমার সাত রাজার ধন হই
তার মূল্য তোমার একধার দুধের সমতুল্য নই
তুমি আমার জীবনের সেরা উপহার
পৃথিবীর অমূল্য শ্রেষ্ঠ সম্পদ তুমি আমার মা
পৃথিবীর সবকিছু বাদ দিতে পারবো মাগো
আমি তোমায় পারবো না
পৃথিবীর সবকিছু বদলাতে পারবো মাগো
আমি তোমায় কি করে বদলাবো মা?
তুমি যে আমার জননী, গর্ভধারিণী দুঃখিনী মা
তোমার নূরানী মুখখানি না দেখিলে আমি বাঁচি না।
মা আর মাতৃভূমি আমার কাছে স্বর্গের চেয়ে দামি
মা, মাটি আর মানুষকে যেন অবজ্ঞা না করি।
সর্বকালের সকল শাস্ত্রের সকল মানব সন্তানগণ
তোমাকে দিয়েছে মাগো সর্বোচ্চ মর্যাদার আসন
চির কল্যাণী মা সদা সুখী রও চিরজীবী হও
মা ও আমার প্রিয় মা, আমি তোমায় ভালোবাসি।
লেখকের মমতাময়ী মা ছালেহা খাতুনকে উৎসর্গ করে লেখা এই কবিতা।