এশিয়া কাপ চলকালীন সময়ে দেশে ফিরছেন সাকিব!

প্রকাশিতঃ 9:21 am | September 18, 2018

কালের আলো ডেস্ক:

এশিয়া কাপ চলাকালীন দুবাই থেকে দেশে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তার। তাতে খুব বেশি চিন্তা নেই টাইগার শিবিরে। কারণ ইতোমধ্যে এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ।

জানা গেছে, দুবাইতে বাবা-মায়ের সঙ্গে হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে মেয়ে আলাইনা। তাকে দেশে রেখে আসতেই এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন সাকিব। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমান ধরবেন সাকিব। ফিরতে পারেন ১৯ অথবা ২০ তারিখে।

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের পিছু ছাড়ছে না ইঞ্জুরি। ইঞ্জুরির কারণে আজই দেশে ফিরে আসতে হচ্ছে তামিম ইকবালকেও। মুশফিকুর রহীমেরও ইঞ্জুরি। তাই মাশরাফি, রিয়াদ আর নয়জন তরুণ দিয়ে গড়া দলের বাংলাদেশের খেলা দেখতে হবে আফগানদের বিপক্ষে।

কালের আলো/এমএইচএ