বেসরকারি পর্যায়ে করোনা টেস্ট ফি কমেছে
প্রকাশিতঃ 8:07 pm | May 11, 2021
নিজস্ব প্রতিবেদক,কালের আলোঃ
দেশে বেসরকারি পর্যায়ে কোভিড-১৯ পরীক্ষার ফি কমানো হয়েছে।
মঙ্গলবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বিদেশগামীদের সরকারি বা বেসরকারি যেকোনো ল্যাব থেকে পরীক্ষা করলে তিন হাজার টাকা লাগত। এখন তা কমিয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়।
এছাড়া সাধারণ লোকজনের বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে লাগত ৩ হাজার ৫০০ টাকা, তা কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। আর বেসরকারিভাবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করালে ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে এখন লাগবে ৩ হাজার ৭০০ টাকা।
কালের আলো/টিআরকে/এসআইএল