ফেরিতে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ৫
প্রকাশিতঃ 7:16 pm | May 12, 2021
কালের আলো সংবাদদাতাঃ
প্রচণ্ড ভিড়ে ফেরিতে করে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারে যাওয়ার পথে হুড়োহুড়িতে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ হয়েছেন অন্তত অর্ধশতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
বুধবার (১২ মে) শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুইটি ফেরিতে এই দুর্ঘটনা ঘটে।
কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আজ দুপুরে শিমুলিয়া থেকে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে আসা ফেরি ‘এনায়েতপুরী’তে মাঝপদ্মায় থাকা অবস্থায় গরমে ও ভিড়ের চাপে অতিষ্ট যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বাংলাবাজার ঘাটে পৌঁছাতেই তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে চারজন যাত্রী নিহত ও অর্ধশতাধিক অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে আনছার মাদবর নামের এক কিশোর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামে।
কালের আলো/বিএস/এমএম