স্বপ্নের বাড়ি

প্রকাশিতঃ 12:39 am | September 19, 2018

 

 

 

 

স্বপ্নের বাড়ি
সাজিয়া আফরিনঃ

কি সুন্দর আকাশ!
এই নির্মল বাতাস,
লাগছে বেশ,
এই মিষ্টি আবেশ।

এই নদী তীর,
কাশের বন,
মায়াবী মধুর ক্ষণ,
আর আমরা দুজন।

মিষ্টি রাত আর
জোছনায় ভরা চাঁদ,
বাতাসে জমায় খেলা,
আবার আসবে বেলা।

কত স্বপ্ন ভরা দিন,
আর গল্প ভরা রাত,
নিয়ে আসবো বারে বারে,
রাঙ্গিয়ে নতুন প্রভাত।

ঘুম ভাঙ্গা চোখে
দুই কাপ চা,
আর আমার বেলকনি,
আহা কি মগ্ন!
সকালের লগ্ন।

এই ভাবে যায় যদি দিন,
যাক না।
লাল সবুজ স্বপ্ন গুলো,
রাঙ্গাবে নীল দুঃখগুলো,
দিব আমি পাড়ি,
আমার স্বপ্নের বাড়ি।