নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৮

প্রকাশিতঃ 7:38 pm | May 18, 2021

কালের আলো সংবাদদাতা:

নেত্রকোনায় জমির ধান কাটার সময় বজ্রপাতে সাত কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন। এছাড়া পূর্বধলায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে বজ্রপাতে।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে জেলার কেন্দুয়া, খালিয়াজুরী, মদন ও পূর্বধলা উপজেলায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বজ্রপাতে আটজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বজ্রপাতে মারা যাওয়া কৃষকরা হলেন- কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫), খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ ( ১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯)। এরা সবাই হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

এছাড়া বজ্রপাতে পূর্বধলায় উপজেলার দলামূলগাঁও ইউনিয়নের টাকলি গ্রামের ইছাক মিয়ার ছেলে জুনাইদ (৮) নিহত হয়েছে।

কালের আলো/বিএসকে/এমএম