থেমে থাকা ট্রাককে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
প্রকাশিতঃ 12:20 pm | May 20, 2021

কালের আলো সংবাদদাতাঃ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের ধাক্কা লাগলে এক নারীসহ তিন জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সকালে একটি পণ্যবোঝাই ট্রাক মহাসড়কে দাঁড়ানো ছিল। এসময় সিলেটগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারচালক ও আরেকজন আরোহী মারা যান।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। আহত বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
নিহত তিন জনের মধ্যে শুধুমাত্র চালকের পরিচয় জানা গেছে। বিল্লাল হোসেন নামে প্রাইভেট কার চালক কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের মো. মন্টু মিয়ার ছেলে। চালকের সঙ্গে পাওয়া ড্রাইভিং লাইসেন্স সূত্রে এই তথ্য জানা গেছে।
কালের আলো/আরএস/এমএইচএস