অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার

প্রকাশিতঃ 12:46 pm | May 21, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

অবসরের ঘোষণা দিলেন জার্মানির মিডফিল্ডার সামি খেদিরা। মাত্র ৩৪ বছর বয়সেই খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী শনিবার (২২ মে) বুন্দেসলিগায় হার্থা বার্লিনের হয়ে আসরের শেষ ম্যাচ খেলেই বুটজোড়া তুলে রাখবেন বলে জানিয়েছেন তিনি।

২০০৯ সালে জার্মানি জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। ২০১৮ পর্যন্ত জার্মানির জার্সি গায়ে তিনি খেলেছেন ৭৭টি ম্যাচ, গোল করেছেন ৭টি। জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন খেদিরা।

জাতীয় দলে খেলার আগে ২০০৬-০৭ মৌসুমে স্টুটগার্টের হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন খেদিরা। দলটিকে লিগ শিরোপা জিতিয়ে ২০১০-১১ মৌসুমে যোগ দেন রিয়াল মাদ্রিদে। সেখানে জেতেন চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার শিরোপা।

পরে ২০১৫ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়ে পরপর পাঁচ বছর জেতেন সিরি ‘আ’র শিরোপা। মাস তিনেক আগে জুভেন্টাস ছেড়ে চলে যান নিজ দেশের ক্লাব হার্থা বার্লিনে। ক্লাবটিকে অবনমন এড়াতে সাহায্য করেন এ তারকা মিডফিল্ডার।

নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে খেদিরা বলেছেন, অবসরের সিদ্ধান্ত খুবই কঠিন পদক্ষেপ। তবুও এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। ১৫ বছরের পেশাদার ক্যারিয়ারে অনেক কিছু শিখেছি। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও অবসরের ঘোষণা দিয়েছেন এই জার্মান ফুটবলার। এতে তিনি ভক্ত-সমর্থক, সতীর্থ, কোচ, পরিবার এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কালের আলো/টিআরকে/এসআইএল