পাকিস্তানকে নিয়ে ভারতের ছেলেখেলা
প্রকাশিতঃ 1:12 am | September 20, 2018
খেলা ডেস্ক, কালের আলো:
পাকিস্তানকে নিয়ে যেন ছেলেখেলা করল ভারত। ব্যাটিং-বোলিং কোনোটিতেই পাত্তা পেল না পাকিস্তান। বুধবার এশিয়া কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১২৬ বল বাকি থাকতে আট উইকেটে জয় তুলে নিল ভারত। এই জয়ের ফলে `এ’ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ভারত। আর গ্রুপ রানার আপ হলো পাকিস্তান।
দুইটি দলই আগেই সুপার ফোর নিশ্চিত করেছিল। এর আগে হংকংয়ের বিপক্ষে আট উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। আর হংকংকে ২৬ রানে হারায় ভারত। আগামী শুক্রবার সুপার ফোর পর্বের প্রথম দিন বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। আর আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান।
বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের দেয়া ১৬৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলের পক্ষে অধিনায়ক রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করেন। ৩৯ বলে ৫২ রান করেন তিনি। ওয়ানডেতে এটি তার ৩৫তম অর্ধশত।
অন্যদের মধ্যে ৪৬ রান করেন শিখর ধাওয়ান। ৩১ রান করে অপরাজিত থাকেন আম্বাতি রায়ডু। ৩১ রান করে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। পাকিস্তানের বোলারদের মধ্যে শাদব ১টি ও ফাহিম আশরাফ ১টি করে উইকেট শিকার করেন।
ভারত ব্যাটিংয়ে নেমে দলীয় ৮৬ রানে প্রথম উইকেট হারায়। শাদব খানের বলে বোল্ড হন রোহিত শর্মা। এরপর দলীয় ১০৪ রানে ফাহিম আশরাফের বলে বাবর আজমের হাতে ক্যাচ হন শিখর ধাওয়ান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন বাবর আজম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন শোয়েব মালিক।
ভারতীয় বোলারদের মধ্যে ১৫ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার। ২৩ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন কেদার যাদব। ২৩ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন জ্যাসপ্রীত বুমরাহ। একটি উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব।
সংক্ষিপ্ত স্কোর
ফল: আট উইকেটে জয়ী ভারত।
পাকিস্তান ইনিংস: ১৬২ (৪৩.১ ওভার)
(ইমাম-উল-হক ২, ফখর জামান ০, বাবর আজম ৪৭, শোয়েব মালিক ৪৩, সরফরাজ আহমেদ ৬, আসিফ আলী ৯, শাদব খান ৮, ফাহিম আশরাফ ২১, মোহাম্মদ আমির ১৮*, হাসান আলী ১, উসমান খান ০; ভুবনেশ্বর কুমার ৩/১৫, জ্যাসপ্রীত বুমরাহ ২/২৩, হার্দিক পান্ডিয়া ০/২৪, যুজবেন্দ্র চাহাল ০/৩৪, কুলদীপ যাদব ১/৩৭, আম্বাতি রায়ডু ০/০, কেদার যাদব ৩/২৩)।
ভারত ইনিংস: ১৬৪/২ (২৯ ওভার)
(রোহিত শর্মা ৫২, শিখর ধাওয়ান ৪৬, আম্বাতি রায়ডু ৩১*, দিনেশ কার্তিক ৩১*; মোহাম্মদ আমির ০/২৩, উসমান খান ০/২৭, হাসান আলী ০/৩৩, ফাহিম আশরাফ ১/৩১, শাদব খান ১/৬, ফখর জামান ০/২৫)।
প্লেয়ার অব দ্য ম্যাচ: ভুবনেশ্বর কুমার (ভারত)।
কালের আলো/ওএইচ