রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশিতঃ 3:55 pm | May 24, 2021

কালের আলো সংবাদদাতা:
রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকায় ধান গবেষণা ইনিস্টিউটের সামনে হানিফ ও আফিয়া পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আফিয়া পরিবহনের বাসচালকসহ অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহতদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল। দুর্ঘটনার সময় একটি অটোরিকশাও ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে অটোরিকশার কয়েকজন যাত্রীও আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। অন্যদিকে বাঘার উদ্দেশে যাচ্ছিল আফিফ পরিবহনের বাসটি। রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আফিয়া পরিবহনের বাসটির সামনের অংশ হানিফ বাসের সামনের অংশের মধ্যে ঢুকে যায়।
রাজশাহী মহানগর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে বাস থেকে একজনকে মৃত অবস্থায় এবং ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বাস দুটি রাস্তা থেকে সরানোর চেষ্টা অব্যাহত রয়েছে। কি কারনে এমন দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।
কালের আলো/আরএস/এমএইচএস