মানুষকে হৃদয় থেকে বিশ্বাস করতে আমার ভালো লাগে: পরীমণি

প্রকাশিতঃ 11:29 am | September 20, 2018

নিজের ফেসবুক পেজে পোস্টে নিজেকে বর্ণনা করেছেন পরিমণি। তিনি সেখানে লিখেন, ‘Love myself I do. Not everything, but I love the good as well as the bad. I love my crazy lifestyle, and I love my hard discipline. I love my freedom of speech and the way my eyes get dark when I’m tired. I love that I have learned to trust people with my heart, even if it will get broken. I am proud of everything that I am and will become…….’

যার মানে হল-

”নিজেকে ভালোবাসা, হ্যাঁ আমি এটা করি। সব কিছু নয়, তবে কিছু ভালো আর কিছু মন্দ তো আমি ভালোবাসিই। আমি আমার খ্যাপাটে জীবনযাপনকে ভালোবাসি।

আমি সংযম ও নিয়মানুবর্তিতার ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে ভালোবাসি। আমি উপভোগ করি কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতাকে। আর ভালো লাগে- যখন কর্ম ক্লান্তিতে আমার চোখটা বুজে আসে।

মানুষকে হৃদয় থেকে বিশ্বাস করতে আমার ভালো লাগে- এটা আমার অন্যতম ভালোবাসার জায়গা। এমনকি এতে যদি আমার মন ভাঙে, তারপরও ভালোবাসি। আমি গর্বিত, আমার বর্তমান জীবন এবং ভবিষ্যতে যা ঘটবে- সে সব নিয়েই।”