ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় সার্বক্ষণিক সক্রিয় প্রতিমন্ত্রী-সচিব
প্রকাশিতঃ 11:44 pm | May 25, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
উপকূলবাসীর চোখে ঘুম নেই। শক্তিশালী সাইক্লোন ‘ইয়াস’ হানা দিচ্ছে। প্রবল এই ঘূর্ণিঝড় থেকে নিজেদের নিরাপদ করতে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে উপকূলবাসী। এমন এক পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ তৎপর রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সোমবার (২৪ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই একস্ট্রিমলি সিভিয়ার সাইক্লোনের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান ও সচিব মো. মোহসীন সংবাদ সম্মেলন করেছেন। এর কয়েক ঘন্টার মাথায় রাতে বুদ্ধ পূর্ণিমার ছুটির মধ্যেও বুধবার (২৬ মে) নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অর্থাৎ, এদিন ছুটি না কাটিয়ে খোলা থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যে কোন পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান ও সচিব মো. মোহসীন সার্বক্ষণিক সক্রিয় রয়েছেন। ২৪ ঘন্টা খোলা থাকবে তাদের নিয়ন্ত্রণ কক্ষ। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক বরাদ্দ বা মানবিক সহায়তার জন্য উপকূলীয় জেলায় জেলায় দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। দফায় দফায় সতর্ক করা হয়েছে মাঠ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের। পুরো বিষয়টি নিরবচ্ছিন্নভাবে মনিটরিং করছেন প্রতিমন্ত্রী ও সচিব। মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবের এমন কর্মতৎপরতায় দ্বিগুণ প্রাণশক্তিতে উদ্দীপ্ত হয়ে উঠেছেন সর্বস্তরের কর্মকর্তারাও।
দুপুরের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, ‘ইনশাল্লাহ, আল্লাহ যেভাবে আমাদের বাংলাদেশের প্রতি রহমত করেছেন, দয়া করেছেন সেটা অব্যাহত থাকলে এবার হয়তো ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবো। আমরা প্রতি ৪ বা ৬ ঘণ্টা পর পর মনিটরিং করবো। এরপরে যদি গতিবেগ আরও বাড়ে তারপরে আমরা ঘণ্টায় ঘণ্টায় সংবাদ দিতে পারবো। আপনারা সে সব সংবাদ পরিবেশন করবেন যাতে জনগণ কোনো রকম ভুল বা ঢিলেমি করার সুযোগ না পায়, সাংবাদিকদের উদ্দেশে বলেন প্রতিমন্ত্রী।
এদিকে, রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলেছে, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে উপকূলীয় এলাকাসহ সারাদেশের ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান ও সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) অধিশাখা এবং সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা থাকবে।
আগামীকাল (বুধবার) সরকারি ছুটির দিনে সংশ্লিষ্ট শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কালের আলো/ডিএস/এমএম