সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন আগের সময়েই
প্রকাশিতঃ 12:00 am | May 31, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
স্বাভাবিক লেনদেন সময়ে ফিরছে শেয়ারবাজার। সোমবার (৩১ মে) থেকে প্রতিকার্যদিবসে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা সাড়ে চার ঘণ্টা চলবে লেনদেন।
রোববার (৩০ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা যায়, করোনার কারণে গত বছরের ২৬ মার্চ থেকে শেয়ারবাজারের লেনদেন একটানা ৬৬ দিন বন্ধ ছিল। দীর্ঘ এ বন্ধের পর ওই বছরের ৩১ মে আবার লেনদেন শুরু হয়।
তবে লেনদেনের সময় কমে আসে। করোনার আগে স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়। এক বছরের বেশি সময় পর সোমবার থেকে স্বাভাবিক লেনদেন সময়ে ফিরছে শেয়ারবাজার।
এদিকে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়েছে। নতুন এ নির্দেশনায় ব্যাংকিং কার্যক্রম আরও আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর পর পুঁজিবাজারেও লেনদেন বাড়ানোর সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
কালের আলো/এসআরবি/এমআর