রাতে ঢাকার সড়কে গরু-মহিষের পাল!

প্রকাশিতঃ 12:37 pm | September 21, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো :
চোখ চড়কগাছ না হয়ে উপায় নেই। ইট-পাথরের যান্ত্রিক রাজধানীর ব্যস্ততম সড়কে ছুটছে গরু-মহিষের পাল। ‘রাস্তার রাজা’ হয়ে পথ চলতে গিয়ে গরু-মহিষের পাল কখনো আটকে দিচ্ছে যন্ত্রদানব ট্রাক কিংবা প্রাইভেটকারসহ অন্য যান। বাঁশের লাঠি হাতে পেছন পেছন দৌড়াচ্ছে বেপারীরা।

ওদের কারো গন্তব্য রাজধানীর কাপ্তান বাজার কিংবা ফার্মগেট। রাতেই কসাইখানায় নিয়ে জবাইয়ের পর এসব মহিষই হয়ে যাবে গরু! অর্থাৎ, মহিষের মাংস বিক্রি হবে গরুর মাংস বলে!

রাজধানীর বিভিন্ন বাজারেও ছড়িয়ে পড়বে একই মাংস। দিনের পর দিন এমন প্রতারণা চললেও দেখার নেই যেন কেউ!

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২ টার দিকে রাজধানীর ল্যাব এইড ও সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মিরপুর সড়কে।

ভিডিও

নজরুল ইসলাম (৪০) গরুর বেপারী। বাড়ি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায়। রাজধানীর কাপ্তান বাজারের কসাইদের জন্য ১২ টি গরু ও ১৭ টি মহিষ নিয়ে যাচ্ছেন তিনি। তাকে সহায়তা করতে রয়েছেন আরো ৩ জন।

তাঁরাও রাতের ঢাকার সড়কে গরু-মহিষের পাল সামলাতে হিমশিম খাচ্ছিলেন। কথা বলতে এগিয়ে গেলে বেপারী নজরুল বার বার নিজের অনাগ্রহের কথা বলছিলেন।

অভিযোগ রয়েছে, রাজধানীর বিভিন্ন বাজারে দীর্ঘদিন যাবত মহিষের মাংস গরুর মাংস বলে বিক্রি হচ্ছে। রাজধানীর সড়কে মধ্যরাতে গরুকে নেতৃত্ব দেওয়া মহিষের পালের এমন উপস্থিতিই জানান দিচ্ছে অভিনব প্রতারণার নিত্যকার এই অভিযোগটি’র।

মূলত রাতের বেলায় রাজধানীর বাজারের প্রতিটি কসাইখানায় কোন পশু চিকিৎসক উপস্থিত না থাকায় প্রতিনিয়তই অসহায় ক্রেতাদের কসাইদের প্রতারণার মুখে পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট বাজার কমিটিকে ম্যানেজ করেই কসাইরা দিব্যি এমন অপকর্ম করে যাচ্ছে বলেও ভুক্তভোগীদের অভিযোগ।

কালের আলো/এএ