আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিভিডেন্ড হস্তান্তর

প্রকাশিতঃ 6:25 pm | June 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ডিভিডেন্ড বাবদ ১৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার মধ্যে সরকারের অনুমোদনক্রমে ১০ কোটি টাকার মূলধন হিসেবে স্থানান্তর এবং অবশিষ্ট ৯ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা নগদ লভ্যাংশ হিসেবে সরকারকে প্রদান করা হয়েছে।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের নিকট শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর করেন।

শেয়ার সার্টিফিকেট ও ডিভিডেন্ড ওয়ারেন্ট হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসোদ্দেক-উল-আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপির উপপরিচালক ও চেয়ারম্যান পিএস ও উপপরিচালকসহ ব্যাংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ব্যাংক গত ২০ জানুয়ারি তারিখে বকেয়া করপোরেট ট্যাক্স বাবদ সরকারের প্রাপ্য ৪৩.৫১ কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করে। সরকারের উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার লক্ষ্যে ব্যাংকের এ প্রয়াস।

কালের আলো/এসজে/আরবিএ