মায়ের কোলে চড়ে পরীক্ষা কেন্দ্রে
প্রকাশিতঃ 9:14 pm | September 21, 2018
কালের আলো ডেস্ক:
মা ছেলেকে কোলে করে নিয়ে এলেন ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশ নিতে। ছেলেটার নাম হৃদয় সরকার। বাড়ি তার নেত্রকোনা। তার সমস্যা হলো সে হাঁটতে পারেনা। এছাড়া তার হাতের সব আঙ্গুলও কাজ করেনা। অল্প অল্প করে লিখতে পারে হৃদয়। স্কুল, কলেজে থাকতে প্রতিদিন হৃদয়ের মা তিন/চার তলাতে কোলে করে উপরে উঠাতো আর নামাতো। মায়ের অদম্য চেষ্টায় সে এই পর্যন্ত এসেছে। এবার এইচএসসিতে ৪.৫০ পেয়েছে হৃদয়।
এদিকে সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে নিয়ে এসেছে হৃদয় সরকারের মা । তার গর্ভধারিণী মা কোলে করে যখন পরীক্ষার হলে নিয়ে গেলো, পৃথিবীর অসাধারণ মাতৃত্বের ছবিটি অনেকেই মোবাইলে ধারণ করেছে।
মায়ের এই অসাধারণ ত্যাগ, পরিশ্রম ও ভালবাসার সাথে কারো ভালোবাসার কখনোই তুলনা হয়। মা শুধুই মা।