ম্যাক্সপ্রো’র নামে কী খাচ্ছি?
প্রকাশিতঃ 10:17 am | June 04, 2021

অপরাধ সংবাদদাতা, কালের আলো:
রাজধানীর সবুজবাগ এলাকার শিকদার ফার্মেসি থেকে ম্যাক্সপ্রো নামে কিছু ট্যাবলেট কিনেছিলেন জনৈক আসিফ রেজা। তাঁর সন্তানসম্ভাবা স্ত্রী ট্যাবলেটটি খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
এরপর একই ওষুধ আরেক ফার্মেসি থেকে কিনতে যান আসিফ। ওই দোকানে ওষুধটি দেখালে তাকে এসময় জানানো হয়, আগেরটি ওষুধটি নকল।
এ ঘটনায় অভিযোগ করলে বুধবার (২ জুন) রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় শিকদার ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভুক্তভোগী আসিফ রেজা বলেন, ওষুধটি দেখে বোঝার উপায় নেই যে এটি নকল। কেনার পর মিলিয়ে দেখলাম দুটোর সাইজ, কভারেও ডিফারেন্স আছে। পরবর্তীতে আমি আবার নিশ্চিত হওয়ার জন্য গতকাল (মঙ্গলবার) ওই ফার্মেসিতে আসি, আবার সেইম ওষুধটা চাইলাম, চাওয়ার পর উনি (দোকানি) আমাকে ভেজাল ওষুধটা দিলেন।
এরপরই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন তিনি।
রেনেটার বিক্রয় প্রতিনিধি জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আসল ওষুধের সাথে নকলটির আকৃতি, রং ও বারকোডের পার্থক্য আছে।
জাহিদুল বলেন, আসল প্রোডাক্টা এখন আগের থেকে অনেক ছোট। আর যেটা নকল সে ট্যাবলেটটা বড় দেখায় যাচ্ছে। ট্যাবলেটের বাক্সে কিউআর কোড দেওয়া থাকে। কাস্টমাররা ভেরিফিকেশন করতে পারেন এসএমএস এর মাধ্যমে। এতে কোনো টাকা খরচ হয় না।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বিপুল পরিমাণে মেয়াদ উর্ত্তীণ ওষুধ জব্দ করা হয়েছে। আমরা দেখেছি কোনো ওষুধের মেয়াদ ২০১৭,১৮ ও১৯ সালে শেষ হয়ে গেছে। কিন্তু সেগুলো আমরা পেলাম। এ সব কিছু পর্যালোচনা করে এ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থ দণ্ড করেছি।
জীবন রক্ষাকারী ওষুধের ভেজাল রোধে অভিযান চলবে বলে জানান তিনি।
কালের আলো/এআরবি/এমএম