সারাদেশে বজ্রপাতে আজও ১৩ জনের মৃত্যু
প্রকাশিতঃ 11:09 pm | June 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে আজ সোমবার (০৭ জুন) ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পিরোজপুরে স্বামী-স্ত্রী, দিনাজপুরে দুই বোন ও রাজশাহীতে চারজন আছেন। আহত হয়েছেন আরও সাতজন।
এর আগে রোববার সারাদেশে প্রচণ্ড বজ্রপাতে ২৫ জনের মৃত্যু হয়েছে। কালের আলোর সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত-
স্বরূপকাঠি (পিরোজপুর) : স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখায় বজ্রপাতে আবুল কালাম শেখ বাহার ও তার স্ত্রী জাহানারা বেগমের মৃত্যু হয়েছে।
রান্নাঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়লে সোমবার দুপুরে স্বামী-স্ত্রী দু’জনে মিলে চাল মেরামতের কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
হিলি (দিনাজপুর): হাকিমপুরে সোমবার বিকালে বৃষ্টির মধ্যে আম কুড়ানোর সময় বজ্রপাতে দুই বোন মোবাশ্বেরা খাতুন (৭) ও মহসিনা খাতুনের (১২) মৃত্যু হয়েছে। তারা উপজেলার চেংগ্রামের মফিজ উদ্দীনের মেয়ে।
রাজশাহী: সোমবার বিকেলে জেলার চারঘাটে ইউসুফপুর ইউনিয়ন পরিষদের পাশে আম কুড়ানোর সময় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু।
নিহতরা হলেন- ইউনিয়নের চককাপাশিয়া গ্রামের আজম আলীর স্ত্রী মুক্তা বেগম, কাবিল হোসেনের স্ত্রী আলেয়া খাতুন বাবলী, জনির ছেলে পরশ (৮) ও মাহবুবের ছেলে সোহান (৮)। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
পটুয়াখালী: পটুয়াখালী জেলার তিন উপজেলায় রোববার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাত ও ঝড়ো বাতাসে গাছ চাপায় তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ছয়টি গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সদর উপজেলার মরিচবুনিয়ার মজিবুর রহমান হাওলাদার ও মির্জাগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামের আবদুল জলিলের মৃত্যু হয়েছে বজ্রপাতে।
অন্যদিকে গলাচিপা উপজেলার পশ্চিম পাড় ডাকুয়া এলাকায় প্রচণ্ড ঝড়ে গাছচাপায় আবদুল জলিল খাঁর মৃত্যু হয়েছে।
শিবচর (মাদারীপুর): শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে সোমবার দুপুরে বজ্রপাতে রাকিব হাওলাদার নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
এদিন বজ্রপাতে আহত হয়েছেন আরও তিনজন। আহত গৃহবধূ শিল্পী বেগম, হাসিনা বেগম ও মাহিমা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ):পার্বতীপুর এলাকায় রোববার সন্ধ্যায় বজ্রপাতে আহত হন কৃষক নিয়াজ উদ্দিন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
কালের আলো/এসবি/এমএম