সোশ্যাল ইসলামী ব্যাংকের লিডারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রকাশিতঃ 10:32 pm | June 08, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জদের জন্য লিডারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শিরোনামে সম্প্রতি দিনব্যাপী অনলাইন সেমিনারের আয়োজন করে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)- এর অধ্যাপক ড. শাহ্ মোঃ আহসান হাবীব। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক, মোঃ সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান।
কালের আলো/আরএস/এমএইচএস