রূপগঞ্জের সেই ‘আচমকা মোড়’! (ভিডিও)
প্রকাশিতঃ 10:51 am | September 23, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো :
সড়কের এক মাথা থেকে আরেক মাথা দেখার কোন জো নেই। দেখতে সাপের মতোন আঁকাবাঁকা এক পাকা সড়ক! গাড়ি চালকদের সতর্কতার জন্য স্থানে স্থানে ‘আচমকা মোড়’ লেখা সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো।
মাত্র ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে একাধিক ভয়ঙ্কর বাঁক। কম করে হলেও এই সংখ্যা ৫ কী ৬। অনেকটাই ‘মৃত্যুফাঁদ’ এই বাকগুলোতে তবুও বেপরোয়া গতিতেই চলাচল করে সিএনজি চালিত অটো রিকশা, ছোট ছোট পিকআপ, প্রাইভেটকার আর ব্যাটারি চালিত রিকশা।
দুর্ঘটনা এড়াতে বাঁকগুলোতে সব সময়ই ঘন ঘন ‘হর্ণ’ বাজিয়ে তবেই ছুটেন চালকরা। আবার একটু ভুল হলেই ঘটতে পারে দুর্ঘটনা। বলা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ থানা টু বটতলা বাজার সড়কের কথা।
শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে স্থানীয়রা কালের আলোকে জানান, এসব বাঁক দিয়ে রাস্তা পার হওয়ার সময়েই দুর্ঘটনা ঘটে। আবার কোন কোন সময় চালকরা দ্রুত গতিতে বাঁক পেরুতে গিয়ে পথচারী বা অন্য যানবাহনকে দেখতে পান না। তখনই রক্ত ঝরে এই গ্রামীণ সড়কে। চালকরা বেপরোয়া গতিতে ছুটে এসব বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারান। পরে তাদের ঠাঁই হয় খাদে!
রূপগঞ্জ উপজেলার পশ্চিমগাঁও এলাকার স্কুল পড়–য়া দুই শিক্ষার্থী পারভেজ ও মঈনুল কালের আলোকে জানান, সড়কের বাঁকগুলো দুর্ঘটনার কারণ। তবে এরচেয়েও বেশি দায়ী যানবাহন চালকদের বেপরোয়া মনোভাব। ‘আচমকা মোড়’ লেখা সাইনবোর্ডও তাদের চোখে পড়ে না।
রূপগঞ্জ থানা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চনপাড়া। এখানে রয়েছে পুলিশ ক্যাম্প। এই ক্যাম্পের ঠিক সামনেই দেখা মিললো আরেকটি ভয়ঙ্কর ‘আচমকা মোড়’র। সব মিলিয়ে মাত্র ১২ কিলোমিটার সড়ক পাড়ি দিতে এখানে মুখোমুখি হতে হয় ৫ থেকে ৬ টি বাঁক।
ঝুকিপূর্ণ ঝাঁকসমূহে চালকরা সতর্কতার পরিবর্তে দ্রুতগতিতে ছুটেন এমন অভিযোগ পথ চলতেই করেন সিএনজি চালিত অটো রিকশার যাত্রীরা। তবে এই বিষয়ে আব্দুস সোবহান (৪০) নামে এক সিএনজি চালক বলেন, আমরা ভয়ানক বাঁকগুলোতে সতর্ক থাকার চেষ্টা করি। অনেক সময় নিয়ন্ত্রণ রাখাই কঠিন হয়ে পড়ে। তখনই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
কালের আলো/এএ