শাকিব আসনেনি, হাজির হলেন অপু

প্রকাশিতঃ 10:02 pm | January 15, 2018

শোবিজ প্রতিবেদক | কালের আলো:

বিচ্ছেদ সংক্রান্ত সালিশ বৈঠকে অপু ইসলাম খান হাজির হলেও আসেননি শাকিব খান। শাকিব খানের আবেদনের প্রেক্ষিতেই ঢাকা উত্তর সিটি করপোরেশন সালিশ বৈঠকের জন্য ডেকে ছিলেন তারকা এ দম্পতিকে। যিনি আবেদন করলেন তিনিই আসলেন না, এমনকি তার কোন আইনজীবি অথবা প্রতিনিধিও উপস্থিত ছিলেন না। বিষয়টি নিয়ে বিশ্ময় এবং ক্ষোভ প্রকাশ করেছেন ডিএনসিসির কর্মকর্তারা।

সোমবার দুপুর সাড়ে বারোটায় ডিএনসিসির ডাকা সালিশ বৈঠকে উপস্থিত হন অপু ইসলাম খান। নিয়ম অনুযায়ি তিনবার বৈঠক করবেন ডিএনসিসি। প্রথম বৈঠকে কোন সুরাহা হয়নি। অপুর বক্তব্য গ্রহণ করা হয়েছে। এবং দ্বিতীয় বৈঠকের জন্য ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। প্রথম বৈঠকে শাকিব কিংবা তার প্রতিনিধির অনুপস্থিতিকে ভালোভাবে নেননি কর্মকর্তারা। ডিএনসিসির অঞ্চল ৩ এর সিনিয়র সচিব হেমায়েত হোসেন বলেন, ‘আমরা দুই পক্ষকে ডেকছিলাম। অপু সঠিক টাইমে হাজির হলেও শাকিব খান আসেননি। ডিভোর্সের জন্য আবেদন করেছেন শাকিব। অথচ তিনিই এলেন না। এতে আমরা বিশ্মিত। এটা দৃষ্টিকটু। শুনানিতে তিনি তার কোন আইনজীবি বা প্রতিনিধিও পাঠাননি এতে মনে হয়েছে তিনি আমাদের অবজ্ঞা করলেন। তিনি দেশের বাইরে আছেন যে কারনে আসতে পারেননি এ জন্য তিনি লিখিতভাবে তার প্রতিনিধি পাঠিয়ে আবেদন করতে পারতেন। সেটাও করেননি।’

বৈঠকে কি হলো এমন প্রশ্নের উত্তরে অপু ইসলাম খান বলেন,‘আমার বক্তব্য আমি পেশ করেছি। আমি বলেছি আমি সংসার করতে চাই। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক নয়। সেটাও আমি প্রমাণের চেষ্টা করেছি।’

এদিকে তালাক নিয়ে যারা গবেষনা করেন তারা বলছেন, ডিভোর্স তখনই হয় যখন বিয়ে হয়। মুখে বললে হবে না যে আমাদের বিয়ে হয়েছে। আগে শাকিব খানকে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিয়ের কাবিন নামা জমা করতে হবে। তারপর ডিভোর্সের বিষয়টি আসবে। ধরা যাক, বৈঠকে সিদ্ধান্ত হল ডিভোর্স কার্যকর করার জন্য। এরপর জানা গেলো তাদের বিয়েই হয়নি, তখনতো ডিএনসিসির কর্মকর্তারই বিপাকে পড়বেন।

খোঁজ নিয়ে জানা গেছে শাকিব খান এখনও বিয়ের কাবিন নামা জমা করেননি। এখন দেখা যাক, ১২ ফেব্রুয়ারি শাকিব খান নিজে উপস্থিত থাকেন কি না?