সব পরিসংখ্যানেই বাংলাদেশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে : দুদক কমিশনার

প্রকাশিতঃ 10:15 pm | June 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

স্বাধীনতার ৫০ বছর বাংলাদেশ সব পরিসংখ্যানেই এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।

আরও পড়ুন: পেশাদারিত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিচ্ছে পুলিশ : ডিআইজি হায়দার আলী

তিনি বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশকে নিয়ে অনেক উন্নত দেশ তলাবিহীন ঝুড়ি বলে কটাক্ষ করেছে। কিন্তু বাংলাদেশ তাদের সেই কটাক্ষের সঠিক জবাব দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ সব খাতে সব পরিসংখ্যানে এগিয়ে গেছে। অনেকেই বলছে, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ হিসেবে আবির্ভুত হবে, ২০৪১ সালে জায়গা করে নেবে ২৭ তম অর্থনীতির দেশ হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বদরবারে উন্নত দেশ হিসেবে বাংলাদেশও নেতৃত্ব দিয়ে যাবে। এক্ষেত্রে যে যেখানে আছি, সবাইকে দায়িত্ব পালন করে যেতে হবে।

শনিবার (১২ জুন) রাতে পাঠকপ্রিয় নিউজপোর্টাল কালের আলোর উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক এগিয়েছে: সচিব

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন বাঙালি বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁচবে। পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশও একদিন অহংকার করবে।

‘স্বাধীনতার পর আমাদের মাথাপিছু আয় বেড়েছে ৩০১ গুণ। এই করোনার প্রাদুর্ভাবের মাঝেও জিডিপি ৭ এর উপরে। দারিদ্র্য কমেছে। পাকিস্তান আমাদের শোষণ করেছে। এখন সেই পাকিস্তানের অবস্থাই নাজুক।’

দুদক কমিশনার বলেন, সহস্রাব্দ উন্নয়ন অভীষ্টসমূহ (এমডিজি) আমরা বেশ ভালোভাবে অর্জন করেছি। এতে আমাদের এগিয়ে যাওয়ার শক্তি অনেকগুণ বেড়ে গেছে। টেকসই উন্নয়ন অভীষ্টসমূহও (এসডিজি) আমরা নির্ধারিত সময়ের আগেই অর্জন করবো, ইনশাল্লাহ।

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে স্বোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে দুদক কমিশনার বলেন, দুর্নীতিকে জিরো টলারেন্স হিসেবে নিতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবক্ষেত্রেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করতে হবে। দেশ আমার, মাটি আমার। তাই দেশপ্রেমকে জাগ্রত করে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

কালের আলোর সম্পাদক ও প্রকাশক মো. শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন ও ডিআইজি (অপারেশন্স, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) হায়দার আলী খান।

কালের আলোর অ্যাকটিং এডিটর এম. আবদুল্লাহ আল মামুন খান। শুভেচ্ছা বক্তব্য দেন ইংরেজি দৈনিক ডেইলি ইকোমিক পোস্টের সম্পাদক আবু সালেহ মোঃ মুসা।

কালের আলো/এমএম/ডিএসবি