পেশাদারিত্ব নিয়ে মানুষকে সেবা দিচ্ছে পুলিশ : ডিআইজি হায়দার আলী
প্রকাশিতঃ 10:29 pm | June 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
মাননীয় পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদের নেতৃত্বে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে পাশে দাঁড়িয়ে পুলিশ মানুষকে সেবা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাহিনীর ডিআইজি (অপারেশন্স, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) হায়দার আলী খান।
আরও পড়ুন: সব পরিসংখ্যানেই বাংলাদেশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে : দুদক কমিশনার
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা ও জনগণের জান-মালের নিরাপত্তা, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা নিরলস কাজ করে চলেছে পুলিশ। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার মহান দায়িত্ব পুলিশের উপর ন্যস্ত। সফলতার সঙ্গে এ দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যরা নিয়োজিত। সংঘবদ্ধ অপরাধসহ সন্ত্রাস, জঙ্গি দমন ও মাদকের বিস্তার রোধে পুলিশ সদস্যরা যে পেশাদারিত্ব, দক্ষতা ও সাহসিকতা প্রদর্শন করছে তা সত্যিই প্রশংসনীয়।
শনিবার (১২ জুন) রাতে পাঠকপ্রিয় নিউজপোর্টাল কালের আলোর উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে হায়দার আলী খান এসব কথা বলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক এগিয়েছে: সচিব
তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশ পুলিশকে একটি যুগোপযোগী আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ। জনবল বৃদ্ধি, উন্নত প্রযুক্তির সন্নিবেশ এবং যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় লজিস্টিক সুবিধাদি বৃদ্ধির মাধ্যমে পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক।

কালের আলোর সম্পাদক ও প্রকাশক মো. শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান ও বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।
অনুষ্ঠান সঞ্চালনা করছেন কালের আলোর অ্যাকটিং এডিটর এম. আবদুল্লাহ আল মামুন খান। শুভেচ্ছা বক্তব্য দেন ইংরেজি দৈনিক ডেইলি ইকোমিক পোস্টের সম্পাদক আবু সালেহ মোঃ মুসা।
কালের আলো/এমএম